
Hello! (You may read/skip this part) If you are searching the lyrics for the beautiful song – Jadavpurer Gaan, then I am sure that you have been attaching your heart with JU. I am also a student at Jadavpur University. You can see that this website Job Seeker 24 is not a usual website that provides Song Lyrics. Basically, this website is meant to provide Off Campus Jobs related news.
Table of Contents
Jadavpurer Gaan Lyrics ( যাদবপুরের গান – লিরিক্স ):
A few years ago, when I took admission at Jadavpur University I could not find the lyrics for this song on any song lyrics platform. For this reason, I am taking the initiative to publish the lyrics of Jadavpurer Gaan, especially for Jadavpur University. I hope, it will help all the juniors & seniors who are searching for the lyrics of Jadavpurer Gaan.
Get the lyrics, take the guitar & have fun in the Green Zone! Wish you all the best 🙂


Jadavpurer Gaan Lyrics:
Before Starting the lyrics, I want to inform you that this beautiful song was written by one of our seniors, his name is – Pulak Ratan Ojha.
কেউ গিটার কাঁধে গাইছে সুমন
কেউ মহীন কিংবা অন্য’রকম
কেউ দিগন্ত ছুয়ে আসতে চা’য়
কারো রাইফেল তুলি মগজ পত্রিকায় |
কেউ গিটার কাঁধে গাইছে সুমন
কেউ মহীন কিংবা অন্য’রকম
কেউ দিগন্ত ছুয়ে আসতে চা’য়
কারো রাইফেল তুলি মগজ পত্রিকায় |
জানি এখানেই, এই যাদবপুরের গা’য়
কত বয়েস মিশে যায় |
তোমার বিদেশ জুড়ে নাম, কলকাতার অভিমান
তোমার বয়স বেড়ে যায়, তারায় তারায়
তুমি দেয়ালে দেয়ালে তাই, পাল্টে দিতে চা’ই |
কেউ হাটছে শুধুই হাটছে অনেক দূর,
কেউ মিছিলে স্লোগানে ভাঙছে চে’না সু’র |
কেউ নিচ্ছে চলার গন্ধটা বহুবা’র,
কেউ ঘর ভুলে বাঁধে এখানেই সংসার |
কেউ হাটছে শুধুই হাটছে অনেক দূর,
কেউ মিছিলে স্লোগানে ভাঙছে চে’না সু’র |
কেউ নিচ্ছে চলার গন্ধটা বহুবা’র,
কেউ ঘর ভুলে বাঁধে এখানেই সংসার |
জানি এখানেই, এই যাদবপুরের গা’য়
কত বয়েস মিশে যায় |
তোমার বিদেশ জুড়ে নাম, কলকাতার অভিমান
তোমার বয়স বেড়ে যায়, তারায় তারায়
তুমি দেয়ালে দেয়ালে তাই, পাল্টে দিতে চা’ই |
কেউ মন ভরে খায় মিলন মেলার ক’ফি,
কারো আশীর্বাদেই পথটা আটকে যা’য় |
কেউ ক্লাস পালিয়ে দুপুরের আড্ডা’য়,
যদি নতুন করে অংক মেলানো যা’য় |
কেউ মন ভরে খায় মিলন মেলার ক’ফি,
কারো আশীর্বাদেই পথটা আটকে যা’য় |
কেউ ক্লাস পালিয়ে দুপুরের আড্ডা’য়,
যদি নতুন করে অংক মেলানো যা’য় |
জানি এখানেই, এই যাদবপুরের গা’য়
কত বয়েস মিশে যায় |
তোমার বিদেশ জুড়ে নাম, কলকাতার অভিমান
তোমার বয়স বেড়ে যায়, তারায় তারায়
তুমি দেয়ালে দেয়ালে তাই, পাল্টে দিতে চা’ই |
আমার লেনন কিংবা ডিলান প্রথমবা’র,
এখানেই শুরু এখান থেকে ধা’র |
আমি ধার করে পাই আরও একটা গা’ন,
সেটা তোমায় ভালোবাসতে চাওয়ার গা’ন |
আমার লেনন কিংবা ডিলান প্রথমবা’র,
এখানেই শুরু এখান থেকে ধা’র |
আমি ধার করে পাই আরও একটা গা’ন,
সেটা তোমায় ভালোবাসতে চাওয়ার গা’ন |
জানি এখানেই, এই যাদবপুরের গা’য়
কত বয়েস মিশে যায় |
তোমার বিদেশ জুড়ে নাম, কলকাতার অভিমান
তোমার বয়স বেড়ে যায়, তারায় তারায়
তুমি দেয়ালে দেয়ালে তাই, পাল্টে দিতে চা’ই |
………………………………………………সমাপ্ত……………………………………………
To Stay Up-to-date Follow us on Social Media:
1. Join our Telegram Channel: |
Click Here |
2. Like us on Facebook: |
Click Here |
3. Follow us on Instagram: |
Click Here |
4. Follow us on LinkedIn: |
Click Here |
5. Follow us on Google News: |
Click Here |